ইরান উত্তেজনা প্রশ্নে ট্রাম্প : ‘এ ব্যাপারে কোন তাড়াহুড়ো নেই’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নিরসনের ব্যাপারে ‘কোন তাড়াহুড়ো নেই।’ দেশ দু’টির মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ায় তাদের মধ্যে সামরিক সংঘাতের আশংকা বৃদ্ধি পেয়েছে। খবর এএফপি’র।
ওসাকায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমাদের হাতে অনেক সময় রয়েছে। কাজেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নিরসনের ব্যাপারে কোন তাড়াহুড়া না করে তারা তাদের সময় নিতে পারে। এক্ষেত্রে সময়ের ব্যাপারে একেবারে কোন চাপ নেই। জি-২০ সম্মেলনের জন্য জাপানের ওসাকায় বিশ্ব নেতারা বৈঠক করছেন।