November 23, 2024
আন্তর্জাতিক

ইরান-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের বাণিজ্য বেড়েছে ৭৩ শতাংশ

ইরান ও ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের (ইএইইউ) মধ্যে চলতি বছরের আট মাসে তিনশ ৬২ কোটিরও বেশি বাণিজ্য মূল্য বেড়েছে। গত ২১ মার্চ থেকে ২১ নভেম্বর পর্যন্ত হিসাব করে গত বছরের তুলনায় ৭৩ শতাংশ টার্গেট নিবন্ধন করেছে দেশটির কর্তৃপক্ষ।

ইরানের কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশনের (আইআরআইসিএ) মুখপাত্র এক ঘোষণায় জানিয়েছেন এ তথ্য।

রুহুল্লাহ লতিফি জানান, ইরান-ইএইইউর মধ্যে ৮ দশমিক ৫৬৬ মিলিয়ন টন পণ্যের বাণিজ্যিক লেনদেন হয়েছে। প্রতিবছর এটি ৪২ শতাংশ করে বাড়ছে।

ইরানের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইরান ১ দশমিক ৮৩৯ মিলিয়ন টন পণ্য রপ্তানি করেছে, যার বাজারমূল্য ৭৬৩ দশমিক ৬৩৯ মিলিয়ন ডলার। বাজারমূল্য ১৮ শতাংশ বেড়েছে। তবে ওজন একই ছিল।

ইরান নিষেধাজ্ঞার মধ্যে পণ্য আমদানি করেছে ৬ দশমিক ৭২৬ মিলিয়ন টন যার বাজারমূল্য ২ দশমিক ৮৬২ বিলিয়ন ডলার। এর মূল্য বেড়েছে ৯৮ শতাংশ এবং ওজন বেড়েছে ৬৬ শতাংশ গত বছরের তুলনায়।

ইরান ও ইএইইউর মধ্যে ২০১৮ সালের অক্টোবরে মুক্ত বাণিজ্য চুক্তি করতে সম্মত হয়। অঞ্চলভেদে এই চুক্তির আওতায় আনা হয় ৮৬২টি পণ্য। এরপর ২০১৮ সালের ১৭ মে চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১৯ সালের ২৭ অক্টোবর থেকে সেই বাস্তবায়ন শুরু হয়।

ইরানের বাজার খুবই গুরুত্বপূর্ণ রাশিয়া, বেলারুশ আর্মেনিয়া, কাজাখিস্তান ও কিরগিস্তানের এই জোটের কাছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর থেকে এই দেশগুলোতে তেল ছাড়া অন্য পণ্য রপ্তানিতে জোর দেয় ইরান। ফলে ইরান ও এই ইউনিয়নের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গাঢ় হতে থাকে।

ঠিক একই বছর ২০১৮ সালে মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের অর্থনীতি ধস নামা শুরু হয়। পরিস্থিতি সামলাতে পূর্বমুখী অর্থনৈতিক নীতি গ্রহণ করে ইরান এবং প্রতিবেশী ও এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে গত মার্চে চীনের সঙ্গেও ২৫ বছর মেয়াদি সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করে ইরান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *