ইরানে জঙ্গিবিমান বিধ্বস্ত, দুই চালক নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
ইরানের উত্তরপশ্চিমাঞ্চলে একটি জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে। বুধবার সাবালান পাহাড়ের কাছে হওয়া এই ঘটনায় মিগ বিমানটির দুই চালকও নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে রেড ক্রিসেন্টের উদ্ধারকারীদের নিয়ে একটি হেলিকপ্টার ঘটনাস্থলে রওনা হয়েছে বলে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ইলনার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি। ইলনার প্রতিবেদনেও বিস্তারিত কিছু জানানো হয়নি।