ইরানের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনায় আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বিকেল ৪টায় ১২, আলতাপোল লেনস্থ আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর আল কাউসার মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তি স্কুলের সাবেক ডীন, গ্রামীণ ও নগর পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবির, কমান্ডার, খুলনা মহানগর ইউনিট, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও অধ্যাপক ড. শাহজালাল, পরিচালক, মর্ডাণ ল্যাংগুয়েজ সেন্টার, খুলনা বিশ্ববিদ্যালয়। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবি ও সাবেক সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা এ্যাড. মোঃ জাকির হোসেন।
সভাপতি তার সংক্ষিপ্ত ভাষণে ইসলামী বিপ্লবের সাফল্য সম্পর্কে বলেন যে, শিয়া মাযহাবে পবিত্র কোরআন প্রদত্ত খুমসের বিধান হযরত ইমাম খোমেনী (র.) এর হাতকে শক্তিশালী করেছিলো তাইতো তিনি শাহকে বলেছিলেন তোমার যত সম্পদ আছে আমি আল্লাহর রহমতে তা কিনে নিতে সক্ষম।