ইরানের গার্ডস কমান্ডারকে হত্যার নির্দেশ দিয়েছেন ট্রাম্প : পেন্টাগন
পেন্টাগন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিপ্লবী গার্ডস কমান্ডার কাশেম সুলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছেন। বিদেশের মাটিতে মার্কিন নাগরিকদের সুরক্ষার স্বার্থে আত্মরক্ষামূক এমন চূড়ান্ত পদক্ষেপ নেয়া হয়। খবর এএফপি’র।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানায়, ‘জেনারেল কাসেম সুলাইমানি ইরাক ও পুরো অঞ্চলে নিয়োজিত আমেরিকান কূটনীতিক ও সেনা সদস্যদের ওপর হামলার পরিকল্পনা করছিল। জেনারেল সুলাইমানি ও তার কুদস বাহিনী আমেরিকান ও জোট বাহিনীর শত শত সদস্যকে হত্যা ও আরো হাজার হাজার জনকে আহত করার জন্য দায়ী।’
সুলাইমানির মৃত্যুর পর ট্রাম্প বিস্তারিত কিছু উল্লেখ না করে মার্কিন পতাকার একটি চিত্র টুইট করেন।
হামলায় ইরাকের শক্তিশালী আধা-সামরিক বাহিনী হাশেদ আল-শাবির উপ-প্রধানও নিহত হন। ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে এ হামলা চালানো হয়।
হাশেদ বাহিনীর ওপর মার্কিন বাহিনীর ব্যাপক বিমান হামলার পর এ সপ্তাহে ইরানপন্থী সমর্থকরা মার্কিন দূতাবাস অবরোধ করে।
উল্লেখ্য, কয়েকদিন আগে এক রকেট হামলায় ইরাকে কর্মরত এক মার্কিন ঠিকাদার নিহত হওয়ার জবাবে যুক্তরাষ্ট্র হাশেদ বাহিনীর ওপর বিমান হামলা চালানোর কথা বলেছিল।