ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একশ’র বেশি মার্কিন সৈন্য আহত
ইরাকের মার্কিন ঘাঁটিতে গতমাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক’শর বেশি আমেরিকান সৈন্য আহত হয়েছে। এর আগে আহতের যে সংখ্যা প্রকাশ করা হয়েছিল এটি তা থেকে অনেক বেশি।
পেন্টাগণের এক বিবৃতিতে সোমবার এ কথা জানিয়ে বলা হয়, এ পর্যন্ত এক’শ নয় জন সৈন্যের মস্তিস্কে আঘাত পাওয়ার খবর পাওয়া গেছে। এ সংখ্যা পূর্বে ৪৫ ছিল।
এদের মধ্যে ৭৬ জন তাদের কাজে ফিরে গেছে। বাকিদের চিকিৎসা চলছে।
গত ৭ ও ৮ জানুয়ারি রাতে ইরাকের পশ্চিমাঞ্চলীয় আইন আল আসাদ ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, কোন মার্কিন সৈন্যই এ হামলায় আহত হয়নি। যদিও কর্তৃপক্ষ পরে ১১ সৈন্যের আহত হওয়ার খবর জানিয়েছিল।
যুক্তরাষ্ট্র গত ৩ জানুয়ারি ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে ড্রোন হামলায় হত্যা করে। এর প্রতিশোধ নিতে ইরান এ ক্ষেপণাস্ত্র হামলা চালায়।