ইরাকে বিক্ষোভে নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে
দক্ষিণাঞ্চল ডেস্ক
ইরাকে কয়েক সপ্তাহ ধরে চলমান গণবিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪৬ জন নিহত হয়েছে, ১২ জন নিহত হয়েছে নাজাফে এবং চারজন নিহত হয়েছে রাজধানী বাগদাদে। সব মিলিয়ে কয়েক সপ্তাহের বিক্ষোভে দেশটিতে নিহতের সংখ্যা দঁড়িয়েছে ৪০৮ জনে।
নিহতদের বেশিরভাগই নিরস্ত্র বিক্ষোভকারী। চিকিৎসাকর্মী এবং পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রয়টার্স নিহতের এ পরিসংখ্যান দিয়েছে। শুক্রবারেও নাসিরিয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।
গত ১ অক্টোবর থেকে কর্মসংস্থান সংকট দূর করা, সরকারের দুর্নীতি বন্ধসহ সরকারি সেবার মান বাড়ানোর দাবিতে ইরাকের রাজধানী বাগদাদসহ বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। তারপর থেকে বাগদাদসহ কয়েকটি শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিবাদকারীদের সংঘর্ষে প্রতিদিন হতাহতের ঘটনা ঘটছে।
ইরাকের শীর্ষ শিয়া ধর্মগুরু আয়াতুলাহ আলি আল সিস্তানি শুক্রবার বিক্ষোভকারীদের ওপর এ হামলার নিন্দা জানিয়েছেন এবং আইনপ্রণেতাদেরকে নেতৃত্বে পরিবর্তন আনার চেষ্টা করার পরামর্শ দিয়েছেন। ইরাকে বিক্ষোভে নিহতের সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন সিস্তানি।