ইরাকে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে তুরস্কের নতুন অভিযান
ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করেছে তুরস্ক। আকাশ ও ভূমি থেকে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১৮ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হুলুসি আকর বলেন, ড্রোন ও অ্যাটাক হেলিকপ্টার নিয়ে কমান্ডো ইউনিট ও বিশেষ ফোর্স অভিযানে অংশ নিয়েছে। তারা উত্তর ইরাকের মেটিনা, জ্যাপ ও আভাশিন-বাসিয়ান অঞ্চলে অবস্থান করা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) আস্তানা লক্ষ্যবস্তু করছে। তবে কি সংখ্যক সৈন্য এতে অংশ নিয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানাননি তিনি।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তুরস্কের বিরুদ্ধে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে পিকেকে। এমন খবরেরভিত্তিতে রোববার রাত থেকে অভিযান শুরু করা হয়।
এর আগে স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের প্রধানমন্ত্রী মাসরুর বারজান তুরস্ক সফর করেন। এর দুইদিন পরই এমন অভিযানের খবর এল। তবে সফরের সময় আঙ্কারার পরিকল্পনা সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যেপ এরদোয়ানের সঙ্গে সে সময় বৈঠক শেষে উত্তর ইরাকে নিরাপত্তা ও স্থিতিশীলতার উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণকে স্বাগত জানান।
জানা গেছে, তুরস্ক প্রায়ই ইরাকের কুর্দি অঞ্চলে বিদ্রোহী পিকেকে গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে। কারণ তুরস্কের সীমান্তবর্তী ওই পাহাড়ি এলাকায় পিকেকের ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে।