January 19, 2025
আন্তর্জাতিক

ইরাকে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ৮২

ইরাকের বাগদাদের ইবনে আল-খাতিব হাসপাতালে আগুন লেগে ৮২ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ১১০ জন আহত হয়েছেন।

শনিবার (২৪ এপ্রিল) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রোববার (২৫ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে ২৮ জন রোগী ছিলেন।

সিভিল ডিফেন্স কর্মকর্তাদের মতে, অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণ হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। হাসপাতালটিতে অগ্নি সুরক্ষার কোনো ব্যবস্থা ছিলো না।

 

এ দুর্ঘটনার পর ইরাকের প্রধানমন্ত্রী মু্স্তাফা আল খাদিমি স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-তামিমিকে বরখাস্ত করেছেন। প্রধানমন্ত্রী মু্স্তাফা আল খাদিমি জানিয়েছেন, ইরাকে তিনদিনের জাতীয় শোক পালন করা হবে এবং সোমবারের (২৬ এপ্রিল) সংসদ অধিবেশন এ মর্মান্তিক ঘটনায় উৎসর্গ করা হবে।

ইরাকের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল খাদিম বোহান রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে বলেন, হাসপাতালটির নিবিড় পরিচর্যা ইউনিটে-আইসিইউতে আগুনের সূত্রপাত হয়। ফুসফুসের চিকিৎসার জন্যই ওই আইসিইউটি ব্যবহার করা হতো।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *