January 19, 2025
আন্তর্জাতিককরোনালেটেস্ট

ইমরান খান করোনায় আক্রান্ত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান শনিবার নিশ্চিত করেছেন যে, ইমরান খানের দেহে করোনা উপস্থিতি ধরা পড়েছে। খবর রয়টার্সের।

মাত্র দু’দিন আগেই ভ্যাকসিন নিয়েছেন পাক প্রধানমন্ত্রী। এর মধ্যেই তার করোনায় আক্রান্তের খবর সামনে এলো। এক টুইট বার্তায় স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান জানিয়েছেন, ইমরান খান বর্তমানে তার নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বিস্তারিত কিছু জানাননি। তবে গত কয়েকদিনে ইমরান খানের সংস্পর্শে আসা লোকজনকে সেলফ আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

করোনা মহামারির মধ্যেও ইমরান খান (৬৮) প্রতিনিয়ত বৈঠক এবং লোকজনের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সম্প্রতি রাজধানী ইসলামাবাদে তিনি নিরাপত্তা বিষয়ক একটি সম্মেলনে যোগ দেন। সেখানে অনেক মানুষ অংশ নিয়েছিল।

তিনি ওই সম্মেলনে মাস্ক ছাড়াই ভাষণ দিয়েছেন। এরপর শুক্রবার একটি হাউজিং প্রজেক্টের উদ্বোধনে অংশ নেন তিনি। সেখানেও তাকে একই ভাবে দেখা গেছে।

বৃহস্পতিবার করোনাভাইরাসের ভ্যাকসিন নেন ইমরান খান। ২২ কোটি জনসংখ্যার দেশটিতে করোনা সংক্রমণ বাড়ছেই। পাকিস্তান সরকারের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৮৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত বছরের জুলাইয়ের পর এই সংখ্যা সর্বোচ্চ।

দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ২০ হাজার। এর মধ্যে মারা গেছে ১৩ হাজার ৭৯৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৪২ জনের।

চলতি মাসের ১০ তারিখ থেকে সাধারণ মানুষকে ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু করে পাকিস্তান। দেশটিতে জরুরি ব্যবহারের জন্য চীনের সিনোফার্ম এবং ক্যানসিনোবায়ো, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *