January 21, 2025
জাতীয়

ইভিএমে সুষ্ঠু নির্বাচন সম্ভব : জিএম কাদের

দক্ষিণাঞ্চল ডেস্ক

ঢাকার দুটি সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ইভিএম পদ্ধতির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। এটা নিয়ে আগে থেকে আশঙ্কা প্রকাশ করার কারণ নেই।

গতকাল শনিবার দুপুরে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থিতা প্রত্যাহার এবং আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন দেয়া প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে আমাদের প্রার্থী প্রতিদ্ব›িদ্বতার জন্য দাঁড়িয়েছেন। এখন ভবিষ্যদ্বানী তো কেউ করতে পারে না।

উত্তরাঞ্চলে তীব্র ঠান্ডায় অসহায় মানুষের কষ্ট পাওয়া বিষয়ে তিনি বলেন, যে কোনো দুর্যোগ মোকাবেলা করা সরকারের দায়িত্ব। এ ছাড়া তাদের এমপি-মন্ত্রীরা শীতবস্ত্র বিতরণ করছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *