ইফা’র নতুন মহাপরিচালক আনিস মাহমুদ
দক্ষিণাঞ্চল ডেস্ক
ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিস মাহমুদকে মহাপরিচালক নিয়োগ দিয়ে গতকাল বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রায় দশ বছর মহাপরিচালকের দায়িত্ব পালন করা সামীম মোহাম্মদ আফজালের চুক্তি ভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয় গত বছরের ৩০ ডিসেম্বর। এর আগে দফায় দফায় তান নিয়োগের মেয়াদ বাড়ানো হয়েছিল।
ওই দিনই ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দারকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে আর্থিক ক্ষমতাসহ ডিজি নিয়োগ দেওয়া হয়েছিল। দায়িত্ব পালনকালে সামীম আফজালের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠেছিল।