ইন্দুরকানীতে বিশ্ব এইডস দিবস পালিত
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
’’এইডস নির্মূলে প্রয়োজন, জনগণের অংশগ্রহন’’ এই ¯েøাগানকে সামনে রেখে ইন্দুরকানীতে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বর্ণাঢ্য র্যালীটি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কমপ্লেক্সের সামনে শেষ হয়।
পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড এম, মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, মেডিকেল অফিসার মোঃ মারুফ মুনসুর, ডাক দিয়ে যাই এর রিকল প্রকল্পের সমন্বয়কারী আমিনুল ইসলাম, ইন্দুরকানী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আহাদুল ইসলাম শিমুল প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, সাংবাদিক আলমগীর কবির মান্নু, মোঃ মনিরুজ্জামান খান, কে এম শামীম, মোঃ মারুফুল ইসলাম জেপি নেতা মুক্তিযোদ্ধা মোঃ মোশাররফ হোসেন প্রমুখ।