ইন্দুরকানীতে জাতীয় কৃমি সপ্তাহের উদ্বোধন
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
ইন্দুরকানীতে জাতীয় কৃমি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ১৩ নং ইন্দুরকানী মডেল সরকারি
প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি করে
কৃমিনাশক ট্যাবলেট জাতীয় কৃমি সপ্তাহের উদ্বোধন করা হয়। উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কুমার ঘোষের সভাপতিত্বে
কৃমি সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী
কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ।
বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা পূরবী রানী দাস, উপজেলা মাধ্যমিক
শিক্ষা কর্মকর্তা মীর একেএম আবুল খায়ের ও অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ। এ
উপজেলায় ৫ বছর থেকে ১৬ বছর পর্যন্ত ২৩ হাজার ৬০২ জন শিশুকে কৃমিনাশক
ট্যাবলেট খাওয়ানো হবে। ১ অক্টোবর থেকে আগামী ৭ অক্টোবর পর্যন্ত এ কৃমি
সপ্তাহ চলবে। এসময় বক্তারা বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এবং মেধা বিকাশের
জন্য সুস্থ থাকার বিকল্প নেই। তাই প্রত্যেক শিশুকে নিয়মিত কৃমিনাশক
ট্যাবলেট খেতে হবে। সরকার বিনামূল্যে এ ট্যাবলেট প্রদান করছেন।