ইন্দুরকানীতে কলেজছাত্রীর আত্মহত্যা
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
ইন্দুরকানীতে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানা যায, সোমবার সকালে উপজেলার পত্তাশী গ্রামের সাবেক ইউপি সদস্য হেদায়েতউল্লাহর ছোট মেয়ে পত্তাশী জনকল্যাণ ভোকেশনাল কলেজের একাদশ শ্রেণির ছাত্রী তাসনিম আক্তার (১৮) নিজ কক্ষে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ না পেয়ে হতাশায় ভুগছিলেন। আর এ কারণেই আত্মহত্যা করেছে বলে পরিবার ও এলাকাবাসীর দাবি।
কলেজ ছাত্রীর পিতা হেদায়েতউল্লাহ জানান, আমার মেয়ের মাথায় সমস্যা ছিল। সে এসএসসিতে জিপিএ ৫ না পেয়ে হতাশায় ভুগছিল। তার হতাশার কারণেই সে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হয় ।
ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমান জানান, কলেজে ছাত্রীর মানসিক সমস্যা ছিল। নিহত কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে আত্মহত্যার মূল কারণ জানা যাবে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।