ইন্দুরকানীতে করোনাভাইরাস প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে উপকরণ স্থাপন
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
“করোনা ভাইরাসে আতংক নয়, সচেতনতাই জরুরী” শ্লোগানকে সামনে রেখে আজ সোমবার ইন্দুরকানী উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে সর্বসাধারণের হাত ধোয়ার কাজে ব্যবহারের জন্য (পানির ট্যাপ, ড্রাম, স্টান্ড, বালতি ও সাবান) বিভিন্ন উপকরণ স্থাপন করা হয়।
এ সময় ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এড: এম মতিউর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ হাত ধোয়ার মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন। রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে এ কর্মসূচীতে নির্বাহী পরিচালক মো: আজাদ হোসেন বলেন- উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, ইন্দুরকানী থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিবার পরিকল্পনা, ভূমি অফিসসহ অন্যান্য অফিসে উপকরণের একটি করে সেট স্থাপনের জন্য দেয়া হয়। আপনার হাত ধুয়ে নিরাপদ রাখুন, আপনার পরিবার নিরাপদ থাকবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইন্দুরকানী আওয়ামী লীগের সাবেক সা: সম্পাদক মৃধা মনিরুজ্জামান, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, ডা: রবীন্দ্রনাথ দাস, সাংবাদিক এইচ.এম ফারুক হোসাইন, আহসানুল হক ছগির, মনিরুজ্জামান খান, কবির হোসাইন, মারুফুল ইসলাম, আবুল কালাম আজাদ, সাকিল হোসাইন, কামরুল ইসলাম ও কর্মসূচী সমন্বয়কারী আলতাফ হোসেন প্রমুখ।