ইন্দুরকানীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
ইন্দুরকানীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল শনিবার ইন্দুরকানী থানা পুলিশের উদ্যোগে বলেশ্বর নদীতে ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছের পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, উপজেলা আ’লীগের সদস্য মোঃ সাইদুর রহমান, মাহবুব ফকির, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এইচ. এম ফারুক হোসাইন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক গাজী, সাবেক উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার স্বপন কুমার রায়, এসআই মোঃ হেমায়েত উদ্দিন, মনমথন হালদার, এএসআই মোঃ আব্বাস উদ্দিন, এএসআই শাহাদাত হোসেন, ইন্দুরকানী বাজার সমিতির সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ হাওলাদার,বাজার ব্যবসায়ী মোস্তফা হাওলাদার প্রমুখ।