ইনবক্সে তথ্য, বখাটেদের আড্ডাস্থল মুক্ত করল পুলিশ
বাংলাদেশ পুলিশের ইনবক্সে তথ্য দেয়ার পর বখাটেদের আড্ডাস্থলে পরিণত হওয়া সাভারের একটি এলাকা মুক্ত করা হয়েছে।
শুক্রবার (২৩ এপ্রিল) বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সাভার থেকে সচেতন এক নাগরিক গত ২০ এপ্রিল ইনবক্স করেছেন বাংলাদেশ পুলিশকে। তিনি জানিয়েছেন, সাভার উপজেলা হেলথ কমপ্লেক্সের দক্ষিণ পাশে দীর্ঘদিন ধরে কিছু গাড়ি ফেলে রাখা হয়েছে। কিছু উচ্ছৃঙ্খল ছেলে দিন ও রাতের বিভিন্ন সময় সেই পরিত্যক্ত গাড়িগুলোর ভেতরে বসে আড্ডা দেয়। এদের বেশিরভাগই মাদকাসক্ত। পাশে রাস্তা দিয়ে কোনো নারী বা তরুণী হেঁটে গেলে তারা নোংরা ও অশালীন ভাষায় উত্যক্ত করে। এছাড়া, গাড়িগুলোর বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে তা বিক্রি করে ফেলছে। এদের এসব কাজের প্রতিবাদ করতে গিয়ে অনেককেই নাজেহাল হতে হয়েছে।’
এআইজি মো. সোহেল রানা বলেন, ‘বিষয়টি অবগত হওয়ার পরপরই বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশনা প্রদান করে। তারই পরিপ্রেক্ষিতে গত দুইদিনে বিভিন্ন স্টেইকহোল্ডারদের সঙ্গে যোগাযোগ করে এবং সংশ্লিষ্টদের সহযোগিতায় উল্লিখিত স্থান থেকে গাড়িগুলো নিরাপদে সরিয়ে ফেলে সাভার থানা পুলিশ।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘জায়গাটি পরিষ্কার করে তা সাধারণ মানুষের চলাচলের উপযুক্ত করা হয়েছে। পুলিশি অভিযানের সংবাদে অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। তাদেরকে খুঁজে বের করে শিগগির আইনের আওতায় আনা হবে।’