ইদলিবে সিরীয় বাহিনীর গোলাবর্ষণে তুরস্কের ৪ সেনা নিহত
সিরিয়ার ইদলিব অঞ্চলে দেশটির সরকারি বাহিনীর গোলাবর্ষণে তুরস্কের চার সৈন্য নিহত হয়েছে।
সোমবারের এ ঘটনার আরও নয় সৈন্য আহত হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তুরস্কের বাহিনীগুলো তাৎক্ষণিকভাবে সিরীয় হামলার জবাব দিয়েছে বলে এক লিখিত বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়টি। তবে তাদের সামরিক বাহিনী কীভাবে পাল্টা হামলা চালিয়েছে তা বিস্তারিতভাবে জানায়নি, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সম্প্রতি রাশিয়ার বিমান শক্তির সমর্থনে বিদ্রোহী অধিকৃত ইদলিবের বিভিন্ন এলাকা পুনরুদ্ধার করতে শুরু করেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী। ইদলিবে সরকারি বাহিনীগুলোর সঙ্গে বিদ্রোহীদের লড়াই থামাতে সেখানে সামরিক অভিযান চালাতে পারে তুরস্ক, শুক্রবার বলেছেন দেশটির প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান।
ইতোমধ্যেই তুরস্কে ৩৬ লাখ সিরীয় শরণার্থী আশ্রয় নিয়ে আছে। লড়াই আরও তীব্র হলে ইদলিব থেকে নতুন করে শরণার্থীদের ঢল শুরু হতে পারে বলে শঙ্কিত তুরস্ক।
২০১৭ সালে রাশিয়া ও ইরানের সঙ্গে হওয়া এক সমঝোতার আওতায় তুরস্ক ইদলিবে ১২টি সামরিক পর্যবেক্ষণ পোস্ট বসিয়েছিল। এসব পোস্টের কয়েকটি এখন সিরীয় বাহিনীর ঘেরাওয়ের মধ্যে পড়ে গেছে।
তাদের বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “ইদলিবে সংঘর্ষ থামানোর জন্য আমাদের বাহিনীগুলো পাঠানো হলেও তাদের বিরুদ্ধে গোলাবর্ষণ করেছে সিরিয়ার সরকারি বাহিনী।”
ইদলিবে লড়াই হ্রাসে তিন পক্ষের সমঝোতা হলেও রাশিয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে তুরস্ক, অপরদিকে শুক্রবার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
প্রায় নয় বছর ধরে চলা গৃহযুদ্ধে সিরিয়ার অধিকাংশ এলাকা পুনরুদ্ধার করেছে আসাদ বাহিনী। একমাত্র ইদলিব প্রদেশই এখনও বিদ্রোহীদের হাতে রয়ে গেছে। এই বিদ্রোহীদের বেশ কয়েকটি গোষ্ঠী প্রতিবেশী তুরস্কের অনুগত।