December 22, 2024
বিনোদন জগৎ

ইতিহাস গড়ে অস্কারে সেরা সিনেমা ‘প্যারাসাইট’

সবাইকে চমকে দিয়ে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের ৯২তম আসরে সেরা সিনেমা হলো কোরিয়ান ভাষার সিনেমা ‘প্যারাসাইট’। এই প্রথম বিদেশি ভাষার কোনো সিনেমা অস্কারে সেরা সিনেমার খেতাব পেলো। একই সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন দক্ষিণ কোরিয়ার বং জুন-হো।

কোরিয়ান ভাষা নির্মিত সিনেমাটির জন্য বং জুন-হোর হাতে পুরস্কার তুলে দেন নির্মাতা স্পাইক লি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ডলবি থিয়েটারে এই মহাযজ্ঞ শুরু হয়।

সেরা সহ-অভিনেত্রীর খেতাব পেয়েছেন মার্কিন অভিনেত্রী লরা ডার্ন। ‘ম্যারেজ স্টোরি’ সিনেমার জন্য তিনি এ পুরস্কার লাভ করেন।

এছাড়া ‘ওয়ান্স আপন অ্যা টাইম…ইন হলিউড’ সিনেমার জন্য সেরা-সহ অভিনেতার খেতাব পেয়েছেন ব্র্যাড পিট। এর আগে একই সিনেমার জন্য গোল্ডেন গ্লোবস ও বাফটার পুরস্কারও উঠে তার হাতে।

অস্কারের মঞ্চে ব্র‍্যাড পিট পুরস্কার গ্রহণ করেন গতবারের সেরা সহ-অভিনেত্রী রেজিনা কিংর হাত থেকে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *