ইতালি সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
দক্ষিণাঞ্চল ডেস্ক
ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের আমন্ত্রণে চার দিনের সরকারি সফর শেষে দেশের পথে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি মিলান মেলপেনসা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির পৌঁছানোর কথা রয়েছে শনিবার সকাল ৮টা ১০ মিনিটে।
বৃহস্পতিবার সকালে রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেন শেখ হাসিনা। বোন শেখ রেহানা ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সেখানে ছিলেন। গত মঙ্গলবার রোম পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।চারদিনের এই সফরে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এছাড়া ইতালির ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী এবং রোমের ভিয়া দেল আন্তারতিদে এলাকায় বাংলাদেশের চ্যান্সেরি ভবন উদ্বোধন করেন।