ইতালি থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী
চার দিনের সফর শেষে ইতালি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের আমন্ত্রণে এই সফরে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেন শেখ হাসিনা।
ইতালির স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী মিলানের মেলপেনসা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।
শনিবার সকাল ৮টার দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
মঙ্গলবার রোম পৌঁছানোর মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর এই সফর শুরু হয়েছিল। সেদিন এক সংবর্ধনা সভায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মিলিত হয়েছিলেন তিনি।
বুধবার রোমের ভিয়া দেল আন্তারতিদে এলাকায় বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ওই দিনই ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় যোগ দেন তিনি।
বৈঠকে দুই সরকার প্রধান সেখানে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে একমত হন।
সেদিন ইতালির ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার শেখ হাসিনা যান ভ্যাটিকানে, সেখানে পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক হয় তার। বৈঠকে প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ হোসেনও ছিলেন।
সেদিন মিলান যান প্রধানমন্ত্রী। সেখানে একদিন কাটিয়ে বাংলাদেশ রওনা হন তিনি।