November 26, 2024
আন্তর্জাতিককরোনা

ইতালিতে সংক্রমণ কমলেও কমছে না মৃত্যুহার

করোনার মরণ ছোবলে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা ইতালির। করোনায় মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরই দ্বিতীয় অবস্থানে আছে দেশটি। দীর্ঘদিন অতিবাহিত হলেও আশাব্যঞ্জক মাত্রায় কমছে না মৃতের সংখ্যা। সম্প্রতি সংক্রমণের হার পড়তির দিকে থাকলেও মৃত্যুরেখা এখনও উচ্চ পর্যায়েই রয়ে গেছে ইতালিতে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত আরও ৫৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে সরকারি হিসেবে এখানে মৃতের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৬৪৫ জনে। এর আগের দিন মৃত্যু হয়েছিল ৬০২ জনের। গত ১১ দিন ধরে ইতালিতে করোনায় দৈনিক মৃতের সংখ্যা ৫২৫ থেকে ৬৩৬-এর মধ্যেই ওঠা-নামা করছে। এর মাঝে কেবল ইস্টার সানডের দিন মৃতের সংখ্যা কমে ৪৩১ জনে দাঁড়িয়েছিল।

অন্যদিকে শেষ ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে ২ হাজার ৬৬৭ জনের করোনা শনাক্ত হয়। ১৩ মার্চের পর থেকে এখন পর্যন্ত এটিই সর্বনিম্ন।  আগের দিন এ সংখ্যা ছিল ২ হাজার ৯৭২।

স্থানীয় সময় বুধবার পর্যন্ত সরকারি হিসেবে ইতালিতে ১ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও স্পেনের পর এটিই তৃতীয় সর্বোচ্চ।

খবরে বলা হয়, বুধবার পর্যন্ত নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা রোগীর সংখ্যা ৩ হাজার ৭৯। আগের দিন এটি ছিল ৩ হাজার ১৮৬।

এছাড়া শনাক্তদের মধ্যে ৩৮ হাজার ৯২ জন সেরে উঠেছেন। আগের দিন এ সংখ্যা ছিল ৩৭ হাজার ১৩০।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *