December 23, 2024
আঞ্চলিক

ইজিবাইক ও মোটরভ্যানে এলইডি লাইটে পথচারীদের ভোগান্তি : ঘটছে দূর্ঘটনা

 

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সাতক্ষীরা জেলা শহর পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে শত শত ব্যাটারী চালিত ইজিবাইক ও মোটর ভ্যানগাড়ি। এই সকল ইজিবাইক ও ভ্যানগাড়ির সামনের হেডলাইট হিসেবে যত্রতত্র যুক্ত করা হচ্ছে এলইডি লাইট। রাতের আধার নামলেই এসব এলইডি লাইটের কারণে বিপরীতমুখি যানবাহন চালকেরা কিছুই দেখতে পায় না। ফলে ঘটছে ছোট খাটো দূর্ঘটনা। ঝুঁকি বাড়াচ্ছে বড়ধরণের দূর্ঘটনা আর প্রাণনাশের। উপজেলার বিভিন্ন অঞ্চলের ভূক্তভোগীরা জানান, রাতের অন্ধকার নামলেই এলইডি লাইটযুক্ত এ সকল ইজিবাইক ও ভ্যানগাড়ির বিপরীত দিক থেকে আসা যানবাহনের চালকের চোখ ধাধিয়ে যায়। এই এলইডি লাইট দূর্ঘটনার জন্য একটি বড় কারণ। প্রায়ই পথেঘাটে দেখা যায় দ্রæত ধেয়ে আসা এলইডি লাইটযুক্ত ইজিবাইক ও মোটর ভ্যানগাড়ির দিকে চোখ পড়লেই চোখ ধাধানো আলোয় সামনে দিকে আর কোনো কিছুই স্পষ্ট দেখা যায়না। এলইডি হেডলাইটযুক্ত যানবাহনের চালকেরা ভালোভাবে দেখতে পারলেও বিপরীতমুখি যেকোন যানবাহনের চালকেরা কিছুই দেখতে পারছেন না বরং চোখ ধাধিয়ে যাচ্ছে। ফলে যত্রতত্র ঘটছে দূর্ঘটনাও। ভূক্তভোগী সকলে অনতিবিলম্বে যানবাহনের সামনের হেডলাইট হিসেবে এই এলইডি লাইট বন্ধে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *