ইজতেমায় আরও একজনের মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে শুক্রবার আরও এক ব্যক্তি মারা গেছেন। তিনি হলেন- নওগাঁর আত্রাই থানার পাইকার বড়বাড়ি এলাকার সোলাইমান মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৫০)। গতকাল শুক্রবার সকালে শহিদুল ইসলাম মারা যান বলে বিশ্ব ইজতেমার মুরুব্বি মো. মেজবাহ উদ্দিন আহম্মেদ জানান। এনিয়ে এবারের ইজতেমায় যোগ দিতে আসা চারজন মারা গেলেন। এর আগে বৃহস্পতিবার রাতে দুইজনের মৃত্যু হয়। এদিন সকালে মারা যান আরও একজন।
বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মাগরিবের পর আম বয়ান শুরু করেন ভারতের মাওলানা আহম্মেদ ইব্রাহীম দেওলা। শুক্রবার বাদ ফজর আম বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ।
ইজতেমা ময়দানে দায়িত্বপ্রাপ্ত গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে খোকা মিয়া (৬০) মারা যান। এরপর গভীর রাতে বার্ধক্যজনিত রোগে মোহাম্মদ আলীর (৭০) মৃত্যু হয়।
খোকা সিরাজগঞ্জের কাজিপুর থানার পাটগ্রাম এলাকার আমির শেখের ছেলে ও মোহাম্মদ আলীর বাড়ি চট্টগ্রামের পটিয়া থানার খৈগ্রাম এলাকায়। ইজতেমা ময়দানে তাদের জানাযা সম্পন্ন হয়। এর আগে বৃহস্পতিবার সকালে ইয়াকুব আলী সিকদার নামে একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে ইজতেমার মুরুব্বী হাজী রেজাউল করিম জানান। রেজাউলের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া লাখীরপাড় এলাকায়।