ইকার্দির সঙ্গে স্থায়ী চুক্তি করছে পিএসজি
মাউরো ইকার্দির সঙ্গে ৪ বছরের স্থায়ী চুক্তিতে রাজি হয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ২০১৯/২০ মৌসুমের শুরুতে ইন্টার মিলান থেকে ধারে পার্ক দে প্রিন্সেসে আসেন আর্জেন্টাইন স্ট্রাইকার।
ইকার্দির পিএসজিতে স্থায়ী হওয়ার খবরটি নিশ্চিত করেছে ক্রীড়া মাধ্যম ইএসপিএন।
২৭ বছর বয়সী তারকার ট্রান্সফার ফি হবে ৫০ মিলিয়ন ইউরো। সঙ্গে সম্ভাব্য হিসেবে যোগ হবে আরও ৭ মিলিয়ন ইউরো।
২০১২/১৩ মৌসুম ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব সাম্পোদোরিয়ায় কাটানোর পর ইন্টার মিলানে যোগ দেন ইকার্দি। পিএসজিতে আসার প্রথম মৌসুমেই তিনি ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জিতেছেন।