ইউসিবি ও মানবাধিকার কমিশন-এর দুঃস্থদের কম্বল বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ মানবাধিকার কমিশন, খুলনা বিভাগ, খুলনা ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ, খুলনা শাখা-এর যৌথ উদ্যোগে বাংলাদেশ মানবাধিকার কমিশন, খুলনা বিভাগীয় সমন্বয়কারী এ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম-এর সভাপতিত্বে হতদরিদ্র, দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ ডিভিশনাল স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ), খুলনা বিভাগ, খুলনা এস,এম, আব্দুস ছালাম। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা রিচালক, খুলনা ওয়াসা মোঃ আব্দুল্লাহ্ পিইঞ্জ, সুপারিনটেন্ড, পিটিআই খুলনা স্বপন কুমার বিশ্বাস। অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑএ্যাড. আশরাফুল ইসলাম বাচ্চু, এ্যাড. শিকদার হাবিবুর রহমান, এ্যাড. তারিখ মাহমুদ তারা, এ্যাড. পলাশী, বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ারুল হক, শেখ আলী হোসেন, শিরিনা পারভীন, ইকবাল শফিকুর রহমান, নূরজাহান রুমি, কুমকুম, নাসিমা প্রমুখ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ইউসিবি, খুলনা শাখা ও মানবাধিকার কমিশন, খুলনা বিভাগ প্রতিবছর দুঃস্থ ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে এক মহান দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি তাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।