ইউসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের যাত্রা শুরু
খবর বিজ্ঞপ্তি
গত ৬ ফেব্রæয়ারি ২০২০ তারিখে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ইউসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ইউসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের উদ্বোধন করেন তরুন শিল্পোদ্যোক্তা ও বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ব্যাংকস এর ভাইস-চেয়ারম্যান জনাব আনিসুজ্জামান চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার মোহম্মদ শওকত জামিল; ইউসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আরিফ কাদরী; ইউসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও শেখ মোহাম্মদ রাশেদুল হাসান সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও, বিভিন্ন বিশিষ্ট সুধীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইউসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড দেশে পেশাদারিত্বমূলক আর্থিক ব্যবস্থাপনা সেবা’র ক্ষেত্রে শূণ্যতা পূরনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।