ইউরো খেলা হচ্ছে না টার স্টেগেনের
আগামী মাসের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে পড়লেন জার্মানির গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগেন। সোমবার বার্সেলোনা গোলরক্ষক জানিয়েছেন, তাকে হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে।
সেল্টা ভিগোর বিপক্ষে বার্সার ২-১ গোলে হারের ম্যাচটিতে গোলপোস্টের নিচে ছিলেন টার স্টেগেন। ওই হারে এক ম্যাচ বাকি খাকতেই বার্সার চলতি মৌসুমের লা লিগা শিরোপা জেতার সম্ভাবনা শেষ হয়ে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে টার স্টেগেন বলেন, ‘আমি ক্লাবের মেডিকেল টিমের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছি হাঁটুতে অস্ত্রোপচার করার। খারাপ লাগছে যে জার্মানির হয়ে এই গ্রীষ্মে ইউরোটা খেলতে পারব না।’
জার্মান গোলরক্ষক যোগ করেন, ‘কয়েক বছরের মধ্যে এবারই প্রথমবার বাড়ি থেকে একজন সমর্থক হিসেবে দলকে সমর্থন দেব। আশা করছি, আমরা টুর্নামেন্টটা জিতব।’
টার স্টেগেন সরে যাওয়ায় ইউরোতে জার্মানিকে এককভাবে নির্ভর করতে হবে বায়ার্ন মিউনিখ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের ওপর। টুর্নামেন্টে ‘এফ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ হাঙ্গেরি, পর্তুগাল আর বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। মিউনিখে ১৫ জুন নিজেদের প্রথম ম্যাচেই ফ্রান্সের মুখোমুখি হবে তারা।