ইউরোপে বাড়ছে কোভিড, সতর্ক করল ডব্লিউএইচও
দু’মাস ধরে ইউরোপে কোভিড-১৯ সংক্রমণে যে নিম্নহার দেখা যাচ্ছিল তার অবসান ঘটেছে। নতুন করে কোভিড সংক্রমণ বাড়তে শুরু করেছে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বলা হচ্ছে, এই সংক্রমণের বেশিরভাগই ইউরোপে চলমান ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপের কারণে ঘটছে।
তাই এই টুর্নামেন্টের আয়োজক নগরীগুলোতে ফুটবল ভক্তদের চলাফেরা ভালভাবে নজরে রাখার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন ডব্লিউএইচও’র ঊর্ধ্বতন জরুরি সেবা কর্মকর্তা ক্যাথরিন স্মলউড।
এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, স্টেডিয়ামের গণ্ডির বাইরেও আমাদের নজর রাখা উচিত। আমাদের দেখা দরকার লোকজন কীভাবে আসছে, যাচ্ছে। তারা বাসে গাদগাদি করে আসছে কিনা এবং স্টেডিয়াম ছেড়ে যাওয়ার সময় তারা বারে, পাবে যাচ্ছে কিনা। এই ছোট ছোট ব্যাপারগুলোই ভাইরাসের বিস্তার বাড়িয়ে দিচ্ছে।
ইউরোপে ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ এক সংবাদ সম্মেলনে বলেছেন, “গত সপ্তাহে মানুষের মেশামেশি, ভ্রমণ, জমায়েত বেড়ে যাওয়া এবং সামাজিক বিধিনিষেধ শিথিল থাকার কারণে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ১০ শতাংশ বেড়েছে।”
তিনি বলেন, করোনাভাইরাসের ডেল্টা ধরনই হয়ত সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ার কারণ। আর অগাস্ট নাগাদ ইউরোপে এই ধরটিই অনেক বেশি বিস্তার লাভ করতে পারে বলেও সতর্ক করেন ক্লুগ।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রোগ নিয়ন্ত্রণ সংস্থাও (ইসিডিসি) সম্প্রতি আনুমানিক এক হিসাব দিয়ে বলেছে, ডেল্টা ধরনের কারণে অগাস্টের শেষ নাগাদ ইইউ দেশগুলোতে কোভিড শনাক্তের সংখ্যা ৯০ শতাংশ বেড়ে যেতে পারে।
ইউরোপে সম্প্রতি কোভিডের টিকাকরণ জোরকদমেই চলছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার আওতাধীন ইউরোপীয় অঞ্চলে মানুষজন কোভিড থেকে যথেষ্ট সুরক্ষা পাওয়ার পর্যায়ে রয়েছে। তবুও মানুষ নিয়মবিধি মেনে না চললে এ অঞ্চলে করোনাভাইরাসের নতুন ঢেউ দেখা দেবে বলে সতর্ক করেছেন হ্যান্স ক্লুগ।
করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরন ইউরোপজুড়ে ছড়িয়ে পড়তে থাকায় নতুন করে কোভিড রোগী বেড়ে যাচ্ছে। একারণে আসছে শরতকালেই ইউরোপে মহামারীর তৃতীয় ঢেউ দেখা দিতে পারে বলে উদ্বেগও বাড়ছে।
ডব্লিউএইচও’র ঊর্ধ্বতন জরুরি সেবা কর্মকর্তা ক্যাথরিন স্মলউড বলেন, “শরতে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ তো আছেই, কিন্তু এখন আমরা যা দেখতে পাচ্ছি তা হল, এই ঢেউ আরও আগেই আছড়ে পড়তে পারে।”