ইউরোপে ডিজেল গাড়ি বিক্রি বন্ধ করবে হন্ডা
২০২১ সালের মধ্যে ইউরোপে ডিজেলচালিত গাড়ি বিক্রি বন্ধ করার ঘোষণা দিয়েছে হন্ডা মোটর কর্পোরেশন। ২০২৫ সালের মধ্যে এই অঞ্চলে শুধু বৈদ্যুতিক গাড়ি বিক্রির লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।
বৈশ্বিক কার্বন নির্গমন নীতিমালার লক্ষ্য পূরণ করতে হন্ডার আগেও ডিজেলচালিত গাড়ি বানানো বন্ধের ঘোষণা দিয়েছে কয়েকটি প্রতিষ্ঠান।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৈদ্যুতিক গাড়ি নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে হন্ডার। ২০৩০ সালের মধ্যে প্রতিষ্ঠানের দুই তৃতীয়াংশ গাড়ি হবে ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ি, বর্তমানে এর সংখ্যা ১০ শতাংশেরও কম।
ইউরোপিয়ান ইউনিয়নের লক্ষ্যমাত্রা অনুযায়ী সামনের বছরের মধ্যে ৯৫ শতাংশ গাড়ির প্রতি কিলোমিটারে কার্বন নির্গমনের পরিমাণ হতে হবে ৯৫ গ্রামের কম। বর্তমানে গড়ে গাড়িগুলো প্রতি কিলোমিটারে কার্বন ছাড়ে ১২০.৫ গ্রাম।
ডিজেল ইঞ্জিনচালিত গাড়িগুলো তুলনামূলক জ্বালানি সাশ্রয়ী হয়। এ কারণে এই গাড়িগুলোতে আগ্রাহ বেশি গ্রাহকের। তবে এতে কার্বন নির্গমনও হয় বেশি।
ডিজেলচালিত গাড়ির চাহিদা কমতে থাকায় এবং কার্বন নির্গমন নীতিমালা আরও কঠোর হওয়ায় উৎপাদন নিয়ে ইউরোপে জটিলতায় পড়েছে হন্ডা।
চলতি বছরের ফেব্রুয়ারিতে গাড়ি নির্মাতা জাপানি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ২০২১ সালে প্রতিষ্ঠানের ব্রিটিশ কারখানা বন্ধ করা হবে। এতে চাকরি হারাবেন প্রায় সাড়ে তিন হাজার কর্মী।