ইউপি সদস্য সাত্তারের সম্মাননা লাভ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার রাড়–লী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুস সাত্তার গাজী নাগরিক সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সম্মাননা লাভ করেছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন কর্তৃক খুলনা জেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে ইউপি সদস্য সাত্তার গাজীকে এ সম্মাননা প্রদান করা হয়। ইউপি সদস্য সাত্তার নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নাগরিকদের সেবা ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখে আসছে।