ইউপি ভোট: চতুর্থ ধাপে নৌকা-স্বতন্ত্র সমানে সমান
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতসীন আওয়ামী লীগের ৩৯৬ প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, স্বতন্ত্র প্রার্থী জিতেছেন ৩৯০ জন
রোববার অনুষ্ঠিত ভোটের ৭৯৬ ইউপির ফলাফলে এ চিত্র পাওয়া গেছে।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান সোমবার সাংবাদিকদের জানান, রোববার ৮৩৬ ইউপিতে ভোট হলেও ৭৯৬টির ফল এসেছে।
এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অধিকাংশ দল অংশ না নেওয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সঙ্গে লড়াই চলছে স্বতন্ত্রদের, যাদের বেশিরভাগই আবার আওয়ামী লীগেরই নেতা।
প্রথম তিন ধাপে ধারাবাহিকভাবে ভোটে জয়ী নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর ব্যবধান কমে আসছিল। এবার ব্যবধান আরও কমে ছয়টিতে নেমে এল।
আসাদুজ্জামান বলেন, “মাঠ পর্ায়ের একীভূত যেসব প্রাথমিক তথ্য পাওয়া গেছে, তা জানানো হল। পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার পর এ ধাপে কত শতাংশ ভোট পড়েছে ও অন্যান্য বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন জানানো হবে।”
চতুর্থ ধাপে ৭০ শতাংশের বেশি ভোট পড়বে বলে ইতোমধ্যে ধারণা দিয়েছেন ইসির সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
ইসির জনসংযোগ শাখার তথ্য অনুযায়ী, এ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৪৮ জন।
জাতীয় পার্টি ৬টিতে, ইসলামী আন্দোলন ২টিতে, জাকের পার্টি ১টিতে, জাতীয় পার্টি-জেপি ১টিতে চেয়ারম্যান পদে জয়ী হয়েছে।
এ নিয়ে চার ধাপে ইউপির চেয়ারম্যান পদের নির্বাচনে নৌকা ১ হাজার ৬৭৪টিতে এবং স্বতন্ত্র প্রার্থী ১ হাজার ২৫১টিতে জয় পেয়েছে।
কনোরাভাইরাস মহামারীর মধ্যে ২১ জুন অনুষ্ঠিত প্রথম ধাপের প্রথম দফার ভোটে ২০৪টি ইউপির মধ্যে ১৪৮টি ইউপিতে নৌকা ও ৪৯টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়। ২০ সেপ্টেম্বরের নির্বাচনে নৌকার প্রার্থীদের মধ্যে নির্বাচিত হয় ১১৯ জন ও স্বতন্ত্র প্রার্থী জয়ী হয় ৩৬ জন।
সব মিলিয়ে প্রথম ধাপে আওয়ামী লীগের ২৬৭ জন ও স্বতন্ত্র ৮৫ জন চেয়ারম্যান নির্বাচিত হয়।
১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে ৮৩৪টি ইউপির মধ্যে নৌকা প্রতীকের প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পায় ৪৮৬টিতে এবং ৩৩০টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পায়।
২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপে আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পায় ৫২৫টিতে, স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান পায় ৪৪৬টিতে।
ইউপি নির্বাচনে ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ৭০৭টি এবং ৩১ জানুয়ারি ২১৯ ইউনিয়েনে ভোট হওয়ার কথা রয়েছে।