November 26, 2024
আন্তর্জাতিক

ইউক্রেন ইস্যুতে ফের আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-রাশিয়া

ইউক্রেন ও নিরাপত্তা ইস্যুতে আগামী মাসে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-রাশিয়া। আনুষ্ঠানিকভাবে দুই পক্ষ জানুয়ারির ১০ তারিখ আলোচনার টেবিলে বসবে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এনএসসি এক বিবৃতিতে জানায়, ইউক্রেনের বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনের দৃষ্টিভঙ্গি স্পষ্ট ও সামঞ্জস্যপূর্ণ। প্রতিরোধ ও কূটনীতি একই সঙ্গে চলছে। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে অগ্রসর হলে তার পরিণতি সম্পর্কে আমরা জোট হিসেবে ঐক্যবদ্ধ।

তবে আমরা রাশিয়ার সঙ্গে নীতিগত কূটনীতিতে যুক্ত হওয়ার বিষয়েও ঐক্যবদ্ধ। যুক্তরাষ্ট্র ১০ জানুয়ারি কৌশলগত নিরাপত্তা সংলাপে রাশিয়ার সঙ্গে বসার জন্য উন্মুখ হয়ে আছে বলেও জানানো হয় বিবৃতিতে।

বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে রাশিয়া তাদের দিক থেকে উদ্বেগ প্রকাশ করতে পারে। তবে আমরাও আমাদের উদ্বেগের কথা জানাবো। মিত্র ও অংশীদারদের নীতির সঙ্গে সঙ্গতি রেখেই আলোচনা চলবে। আলোচনার মাধ্যমে আমরা অনেক বিষয়ে উন্নতি করতে পারি আবার অনেক বিষয়ে ভিন্নমতও পোষণ করতে পারি। এটাই কূটনীতি।

গত এপ্রিলে ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন বাড়ায় রাশিয়া। ২০১৪ সালে ক্রিমিয়াকে রুশ ফেডারেশনে একীভূত করার সময় ওই উপত্যকায় রাশিয়ার যত সেনা মোতায়েন করা হয়েছিল এবার সে সংখ্যা ছাড়িয়ে যায়। আমেরিকা ও ন্যাটোর উসকানিমূলক পদক্ষেপ মোকাবিলায় সামরিক মহড়া চালানোর লক্ষ্যে সীমান্তে এসব সেনা পাঠানো হয়।

চলতি মাসের শুরুর দিকেও ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যেই আলোচনায় বসেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেসময় পুতিন বলেছিলেন আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু বেরিয়ে আসবে না। ইউক্রেন সীমান্তের কাছে ৯৪ হাজারেরও বেশি রুশ সেনা মোতায়েনের পর থেকেই এই দুদেশের মধ্যে উত্তেজনা শুরু হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *