ইউক্রেনে প্লেন বিধ্বস্ত, নিহত ৫
দক্ষিণাঞ্চল ডেস্ক
ইউক্রেনের পশ্চিমাঞ্চলের ল্যভিভ বিমানবন্দরে একটি সামরিক প্লেন বিধ্বস্ত
হয়ে পাঁচ জন মারা গেছেন। স্থানীয় সংবাদমাধ্যম ইউনিয়ান নিউজ
এজেন্সির বরাতে বিবিসি জানায়, শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে
স্পেন থেকে ইস্তানবুল যাওয়ার সময় রাডার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন
হয়ে যায় প্লেনটির। পরে, সন্ধ্যা সাড়ে সাতটায় ল্যভিভ বিমানবন্দরে জরুরি
অবতরণের অনুমতি চান পাইলট। এর কিছুক্ষণ পরেই বিমানবন্দরের দেড়
কিলোমিটার দূরে বিধ্বস্ত হয় চার ইঞ্জিনের প্লেনটি।
প্লেনে কতজন যাত্রী ছিলেন তা এখনো স্পষ্টভাবে জানাতে পারেনি বিমানবন্দর
কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন তারা। এ ঘটনায় ল্যভিভ
বিমানবন্দরে সাময়িকভাবে প্লেন চলাচল বন্ধ রাখা হয়েছে।