ইউক্রেনের বিমান বিধ্বস্ত, ১৭৬ আরোহীর সকলে নিহত
ইউক্রেনের যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটির ১৭৬ আরোহীর সকলে নিহত হয়েছে। বুধবার তেহরান থেকে উড্ডয়নের পর এটি বিধ্বস্ত হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পরিচালিত এ বিমানে ১৬৭ জন যাত্রী ও নয়জন ক্রূ ছিল।
ইরানের রেড ক্রিসেন্ট প্রধান আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ’কে বলেন, ‘ফ্লাইট পিএস-৭৫২’র দুর্ঘটনা এতোই ভয়াবহ যে এর কোন আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই নেই।’
তিনি আরো জানান, বিমানটিতে ১৭০ যাত্রী ও ক্রূ ছিল।
বার্তা সংস্থা জানায়, বোয়িং ৭৩৭ কিয়েভের উদ্দেশে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
তারা আরো জানায়, দুর্ঘটনাস্থলে ১০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।