ইউএনও জুলিয়া সুকায়নার পাইকগাছা প্রেসক্লাব পরিদর্শন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা প্রেসক্লাব পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রেসক্লাবের প্রধান পৃষ্টপোষক জুলিয়া সুকায়না। তিনি সোমবার দুপুরে প্রেসক্লাব পরিদর্শনে যান। এ সময় তিনি মুল প্রেসক্লাব ভবন সহ প্রেসক্লাবের বিভিন্ন চলমান উন্নয়ন মূলক কাজের খোঁজ খবর নেন।
কাজের অগ্রগতি দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করে সাংবাদিকদের একমাত্র প্রতিষ্ঠান প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সর্বত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়ে এলাকার গুরুত্বপূর্ণ সমস্যা ও সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহŸান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগরসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।