ইউএনও’র বদলীর আদেশ স্থগিতের দাবিতে রাজপথে কালিগঞ্জের মানুষ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদারর মাস্তফা শাহিনের বদলীর আদেশ স্থগিতের দাবিতে রাজপথে নেমে এলো হাজার হাজার নারী-পুরুষ। প্রিয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদারর মাস্তফা শাহিনের বদলীর আদেশ স্থগিত করার দাবীতে শনিবার বেলা ১১টায় উপজেলার মাড়সহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে মানব প্রাচীর করে তৈরি তারা মানববন্ধন কর্মসুচি পালন করে। মানববন্ধনে সৎ, যোগ্য, আদর্শবান ও কর্মে অটুট ইউএনওকে উপজেলাবাসীর কল্যাণে কালিগঞ্জেই রাখার জোর দাবি জানানো হয়।
এই কর্মসূচিতে কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইসর চয়ারম্যান দিপালী রানীর ঘাষের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মাস্টার নরিম আলী মুন্সী, সাতক্ষীর জজকোটের এপিপি অ্যাড. হাবিবর ফরদাউস শিমুল, মৌতলা ইউপি চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম বাটুল, দক্ষিণ শ্রীপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন হোসেন, সমাজসেবিকা সাফিয়া পারভীন, পবিত্র কুমার দেবনাথ, বিজন কুমার, রাশিদুল ইসলাম প্রমুখ।
তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সরদার মোস্তফা শাহীন একজন সৎ ব্যক্তি। কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তির স্বার্থসিদ্ধির নীলনকশার কারণেই তাকে বদলী করা হয়েছে। বক্তারা এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর আদেশ দ্রæত স্থগিত করার জোর দাবী জানান।