ইইউ ও নেদারল্যান্ডের রাষ্ট্রদূত এবং ব্রিটিশ হাইকমিশনার খুলনা আসছেন কাল
তথ্য বিবরণী
বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান (ইইউ) ও নেদারল্যান্ড এর রাষ্ট্রদূতদ্বয় এবং ব্রিটিশ হাইকমিশনার একদিনের সফরে আগামীকাল ১৮ জুলাই খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী তাঁরা ১৮ জুলাই সকাল পৌনে ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময়, সকাল সাড়ে ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত গ্রাম আদালত এর মাধ্যমে বিচারিক সেবা প্রাপ্ত সুবিধাভোগীদের সাথে আলোচনা এবং গ্রাম আদালতের নথিপত্র পরিদর্শন করবেন। সকাল সোয়া ১১টা থেকে গ্রাম আদালতে বিরোধ মীমাংসা সংক্রান্ত বিচারিক কার্যক্রম ও শুনানী পর্যবেক্ষণ করবেন। এছাড়া দুপুর ১২টা থেকে পৌনে একটা পর্যন্ত রূপসার নৈহাটি ইউনিয়নের নৈহাটি গ্রামে উঠান বৈঠক পর্যবেক্ষণ এবং বেলা দুইটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গ্রাম আদালত বিষয়ক ডিস্ট্রিক্ট ট্রেনিং পুল এর সাথে সভা, জেলা সমন্বয় কমিটির সাথে সভা এবং জেলা সমন্বয় সভা পর্যবেক্ষণ করবেন।