ইংল্যান্ড-অস্ট্রেলিয়া: কে এগিয়ে, কে পিছিয়ে
দুই দলের জন্য একই সমীকরণ। জিতলেই বিশ্বকাপের সেমিফাইনাল টিকিট ‘প্রায় নিশ্চিত’। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সেই সমীকরণ মেলাতেই আজ মাঠে নামছে রাত ৮টায়।
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া লড়াই মানেই অন্যরকম এক আবহ। আর ম্যাচটি যদি বিশ্বকাপের হয় তবে তো কথাই নেই! এদিকে, মর্যাদার সেই লড়াইয়ে নামার আগে প্রস্তুত ইংল্যান্ড, প্রস্তুত অস্ট্রেলিয়া। সুপার টুয়েলভে দুই দলই জিতেছে দুটি করে ম্যাচ। আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই আজ তাই মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া।
শক্তির তারতম্যে কোনো দল পিছিয়ে না থাকলেও, মুখোমুখি দেখায় কিন্তু এগিয়ে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত ২০ ম্যাচ খেলে ইংল্যান্ড যেখানে অজিদের বিপক্ষে ৮ জয় পেয়েছে, সেখানে ইংলিশদের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয় ১০ ম্যাচে। বাকি দুই ম্যাচের একটি ভেস্তে গিয়েছিল, আরেকটি হয়েছিল টাই।
জয়-পরাজয়ের সেই হিসাবসহ ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার আরও কিছু পরিসংখ্যানেও চলুন একবার চোখ বুলিয়ে নেয়া যাক:-
মোট ম্যাচ ২০
ইংল্যান্ডের জয় ৮
অস্ট্রেলিয়ার জয় ১০
ফলহীন ২
সর্বোচ্চ দলীয় সংগ্রহ
ইংল্যান্ড: ২২১/৫, বার্মিংহাম ২০১৮
অস্ট্রেলিয়া: ২৪৮/৬, সাউদাম্পটন ২০১৩
সর্বনিম্ন দলীয় সংগ্রহ
ইংল্যান্ড: ১১১, সিডনি ২০১৪
অস্ট্রেলিয়া: ৭৯, সাউদাম্পটন ২০০৫
সর্বোচ্চ ব্যক্তিগত রান
ইংল্যান্ড: ৩২১, জশ বাটলার
অস্ট্রেলিয়া: ৫৫০, অ্যারন ফিঞ্চ
ব্যক্তিগত সেরা ইনিংস
ইংল্যান্ড: ৯৪, অ্যালেক্স হেলস
অস্ট্রেলিয়া: ১৫৬ অ্যারন ফিঞ্চ
সর্বোচ্চ উইকেট
ইংল্যান্ড: ১০, আদিল রশিদ
অস্ট্রেলিয়া: ১১, মিচেল জনসন
সেরা বোলিং ফিগার
ইংল্যান্ড: ৪/২৪, জন লুইস
অস্ট্রেলিয়া: ৪/১৫, শেন ওয়াটসন