January 20, 2025
খেলাধুলা

ইংল্যান্ডের ওয়ানডে ট্রেনিং দলে বেয়ারস্টো-মঈন

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হয়েছে সাউদ্যাম্পটনে। ঘরের মাটির এই সিরিজে জায়গা হয়নি জনি বেয়ারস্টো এবং মঈন আলীর।

তবে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানেডে সিরিজের জন্য ২৪ জনের ট্রেনিং দলে জায়গা পেয়েছেন এই দুই ইংলিশ তারকা। চলতি মাসের শেষদিকে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংলিশরা। তবে এই সিরিজে না থাকার সম্ভাবনা রয়েছে বেন স্টোকস, জস বাটলার ও জোফরা আর্চারের।

ইয়ুর্গেন মর্গানের নেতৃত্বে আয়ারল্যান্ডের বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে খেলবে ৩০ জুলাই, অ্যাজেস বোলে। তবে এই সিরিজে ইংলিশদের অনেক নিয়মিত ক্রিকেটার না থাকার সম্ভাবনা রয়েছে। কারণ উইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরপর আগস্টের শেষদিকে সফরকারী পাকিস্তানের বিপক্ষে লড়াই শুরু করবে ইংল্যান্ড।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *