ইংল্যান্ডকে গুঁড়িয়ে এজবাস্টন টেস্ট জিতল অস্ট্রেলিয়া
টেস্ট ক্রিকেট তার সব রঙ নিয়ে যেন হাজির হয়েছিল এজবাস্টনে। প্রথম দিন ১২২ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা অস্ট্রেলিয়াই প্রথম টেস্ট জিতে নিল দাপটের সঙ্গে। শেষ দিন ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে অ্যাশেজ টেস্ট সিরিজে সফরকারীদের এগিয়ে নিলেন অফ স্পিনার ন্যাথান লায়ন ও পেসার প্যাট কামিন্স।
বার্মিংহ্যামে ২৫১ রানে জিতেছে টিম পেইনের দল। ৩৯৮ রান তাড়ায় পঞ্চম ও শেষ দিনে ১৪৬ রানে থেমে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ১৮ বছরের মধ্যে এই ভেন্যুতে প্রথমবারের মতো কোনো টেস্ট জিতল অস্ট্রেলিয়া। ২০০৫ সালের পর প্রথমবারের মতো ইংল্যান্ডে জিতল অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট।
পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টটি টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচও ছিল। দুই ইনিংসেই সেঞ্চুরি করে এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার শুভ সূচনার নায়ক স্টিভেন স্মিথ। প্রথম ইনিংসে বিপর্যয়ের সময় নেমে ১৪৪ রান করে দলকে নিয়ে গিয়েছিলেন তিনশ রানের কাছে। দ্বিতীয় ইনিংসে এই মিডল অর্ডার ব্যাটসম্যানের ১৪২ রানের ওপর ভর করে ইংল্যান্ডকে ৩৯৮ রানের ভীষণ কঠিন লক্ষ্য দিয়েছিল সফরকারীরা।
জয়ের জন্য সোমবার ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৮৫ রান। ম্যাচ বাঁচাতে কাটিয়ে দিতে হতো দিনটি। বিনা উইকেটে ১৩ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিকরা দ্বিতীয় ওভারেই হারায় প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ররি বার্নসকে। কামিন্সের বলে গালিতে ক্যাচ নেন লায়ন।
এরপর নিজেদের সেরা জুটিটা পায় ইংল্যান্ড। জেসন রয় ও জো রুটের ব্যাটে ধীরে ধীরে এগোতে থাকে স্বাগতিকরা। লায়নের বলে বাজে শটে রয় বোল্ড হলে ভাঙে ইংল্যান্ডের প্রতিরোধ। এরপর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি তারা।
পঞ্চম দিনের উইকেটে ভয়ঙ্কর হয়ে ওঠা লায়নকে সামলানোর পথ যেন জানা ছিল না ইংল্যান্ডের। জো ডেনলিকে ফেরানোর পর অভিজ্ঞ স্পিনার বিদায় করেন ইংলিশ অধিনায়ক রুটকে।
লায়ন-কামিন্সের সামনে টিকতে পারেনি স্বাগতিকদের মিডল অর্ডার। এক পর্যায়ে ৩৭ রানের মধ্যে হারায় ৬ উইকেট। শেষ সাত ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে যান কেবল ক্রিস ওকস। ৭ চারে ৩৭ রান করা এই অলরাউন্ডারকে ফিরিয়ে ইংল্যান্ডকে গুটিয়ে দেওয়া কামিন্স ৩২ রানে নেন ৪ উইকেট।
৪৯ রানে ৬ উইকেট নেওয়ার পথে অস্ট্রেলিয়ার চতুর্থ বোলার হিসেবে এবং ক্রিকেট বিশ্বের তৃতীয় অফ স্পিনার হিসেবে টেস্টে সাড়ে তিনশ উইকেট নেন লায়ন।
১৪ অগাস্ট লর্ডসে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৮৪
ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৭৪
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৪৮৭/৭ ইনিংস ঘোষণা
ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৩৯৮) (আগের দিন শেষে ১৩/০) ৫২.৩ ওভারে ১৪৬ (বার্নস ১১, রয় ২৮, রুট ২৮, ডেনলি ১১, বাটলার ১, স্টোকস ৬, বেয়ারস্টো ৬, মইন ৪, ওকস ৩৭, ব্রড ০, অ্যান্ডারসন ৪*; সিডল ১২-২-২৮-০, লায়ন ২০-৫-৪৯-৬, প্যাটিনসন ৮-১-২৯-০, কামিন্স ১১.৩-৩-৩২-৪, স্মিথ ১-১-০-০)
ফল: অস্ট্রেলিয়া ২৫১ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: স্টিভেন স্মিথ