আ. লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
মঙ্গলবার সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমাধি বেদিতে ফুল দেওয়ার পর দলের কেন্দ্রীয় নেতারা পবিত্র ফতেহা পাঠসহ দোয়া ও মোনাজাত করেন।
এরপর গোপালগঞ্জ আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের নেতারা শ্রদ্ধা জানান।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কার্য নির্বাহী কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী, গোপালগঞ্জ আওয়ামী লীগের সভাপতি চৌধূরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ সহযোগী সংগঠনের নেতারা ছিলেন সেখানে।
জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের বলেন, “বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করেছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশ থেকে জঙ্গিবাদ ও দরিদ্রতাকে উপড়ে ফেলেছেন। তার নেতৃত্বে আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসে আজ উন্নয়ন, অগ্রগতি ও শান্তির ধারাকে অক্ষুণ্ন রেখেছে। আওয়ামী লীগ এ দেশের জণগণের দল। বাংলাদেশ, বাঙালি, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও অর্থনৈতিক মুক্তি—এক ও অভিন্ন।”