আয় বর্ধনমূলক কর্মকান্ডের উপর ফ্রি প্রশিক্ষণের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
জলবায়ূ সহিষ্ণু বাংলাদেশ গঠনের লক্ষে কোস্টাল ডেভেলপমেন্ট পাটনারশিপ(সিডিপি)’র স্পেস প্রকল্পের উদ্যোগে কেসিসি’র বস্তির মহিলাদের জন্য আয় বর্ধনমূলক কর্মকান্ডের উপর ফ্রি প্রশিক্ষণের উদ্বোধন গতকাল রবিবার বিকাল ৪টায় সিডিপি’র সম্মেলন কক্ষে কেসিসি’র ২৪নং ওয়াড কাউন্সিলর মো: শমশের আলী মিন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র খুলনা জেলা শাখার উপদেষ্টা শ্যামল সিংহ রায়। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মাজেদা বেগম। সিডিপি’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী এসএম ইকবাল হোসেন বিপ্লব এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী অফিসার জান্নাতুল ইল্লিয়ান সাফাত, গতি’র সহ-সাধারন সম্পাদক কামরুল কাজল, মো: ফিরোজ আলী, সিডিপি’র নিখিল কুমার বিশ্বাস,ইন্দিরা ভট্টাচাজ্য, ফরিদা বেগম,তাসমিয়া আফরিন রেসমা, মাহমুদা খাতুন ঝুমা, প্রিয়াংকা রায়, স্সুমিতা মন্ডল, অঙ্গিতা সরকার প্রমুখ।