আড়ফাঙ্গাশিয়া গ্রামের প্রায় ৩ কিলোমিটার রাস্তার বেহাল দশা
তেরখাদা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলার ২নং বারাসাত ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আড়ফাঙ্গাশিয়া গ্রামের প্রায় ৩ কিলোমিটার রাস্তার বেহাল দশা। দফায় দফায় বৃষ্টি হওয়ায় ইসমাইল শেখের বাড়ি থেকে খালের পূর্ব পাড়ে মাসুদ মাস্টারের বাড়ির পূর্ব পর্যন্ত গাছে ঘেরা ঝোপ জঙ্গলের কারণে বৃষ্টির পানি জমাট হয়ে হাটু সমান কাদা জমে রাস্তা চলাচলের অনোপযোগী হয়ে গেছে। যার ফলে এলাবাসীর চলাচলে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে।
কিন্তু বিকল্প কোন পথ না থাকায় সাধারণ জনগণকে কাদা পানিতে চরম দুর্ভোগ পোহাতে হয়। ভ্যান, সাইকেল, মটর সাইকেলসহ কোন প্রকার যানবাহন সেখান দিয়ে চালানো যায় না। এলাকাবাসীর দাবী, দীর্ঘ ৩০/৪০ বছর পূর্বে অদ্যাবধি এই রাস্তার কোন উন্নয়ন কাজ হয়নি।
রাজাপুর আড়ফাঙ্গাশিয়া ব্রীজ হতে সিরাজ সাহেবের বাড়ি অভিমুখে রাস্তাটি ও রাজাপুরের মুক্তিযোদ্ধা জাফর সরদারের বাড়ি হতে মতিয়ার মোল্যার বাড়ি পর্যন্ত রাস্তার ও বেহাল দশা। গত নির্বাচনের সময় স্থানীয় ইউপি ও ইউপি চেয়ারম্যান এই রাস্তাটিতে ইটের সলিং নির্মানের আশ্বাস দিলেও আজ তিন বছর পরেও তা বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সৃদৃষ্টি কামনা করছেন স্থানীয় এলাকাবাসী।