আড়ংঘাটা ভাতাভোগী নির্ধারণে উন্মুক্ত বাছাই অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল আড়ংঘাটা ০৫-নং ইউনিয়ন পরিষদ কতৃক আয়োজিত বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা ও প্রতিবন্ধী ভাতাভোগী নির্ধারণে উন্মুক্তভাবে বাছাই প্রক্রিয়ার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান জিবলু মোড়ল, ভাতাভোগী নির্ধারণে উন্মুক্তভাবে বাছাই প্রক্রিয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা দিঘলিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজ-আল-আসাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, দিঘলিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, ৩২-নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোড়ল জাহাঙ্গীর হোসেন,এছাড়াও উপজেলা সমাজসেবা, পরিসংখ্যান বিভাগের কর্মকর্তাবৃন্দ, ইউপি সচিব, ইউপি সদস্য-সদস্যাবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ ভাতাভোগী সাধারণ মানুষ।