July 3, 2025
আঞ্চলিক

আড়ংঘাটায় নছিমন-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

দ: প্রতিবেদক

খুলনার আড়ংঘাটার শহীদের মোড়ে ইঞ্জিনচালিত একটি নছিমনের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আরিফুল ও ইনসান। তাদের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার কুলদিয়া ব্রহ্মগাতি গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম জানান, খুলনা থেকে একটি নছিমন যশোরের দিকে যাচ্ছিল। নছিমনটি আড়ংঘাটার শহীদের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই নছিমনে থাকা আরিফুলের মৃত্যু ও ইনসান নামে আরেকজন আহত হয়। আহত ইনসানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করেছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *