আহমেদ ইমতিয়াজ বুলবুল চলে গেলেন না ফেরার দেশে।
প্রখ্যাত গীতিকার সুরকার ও সঙ্গীত পরিচালক এবং বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল আমাদের মাঝে আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ,
আজ মঙ্গলবার সকালে ঢাকার নিজ বাসায় মারা যান তিনি। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আহমেদ ইমতিয়াজ বুলবুল কে মৃত ঘোষণা করা হয়।
আহমেদ ইমতিয়াজ বুলবুল রাষ্ট্রপতি পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একুশে পদকসহ নানা রকমের পুরস্কারে ভূষিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং তিনি বেশ জনপ্রিয় একজন গীতিকার সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন।