আসিফ কবিরকে খুলনা প্রেসক্লাবের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রীর সাবেক সহকারী প্রেস সচিব, খুলনা প্রেসক্লাব সদস্য এবং দৈনিক জন্মভূমির সম্পাদক প্রয়াত হুমায়ুন কবীর বালুর পুত্র আসিফ কবির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটি’র মিডিয়া কনসালটেন্ট-এর দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এক বিবৃতিতে আসিফ কবিরকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন, তিনি বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এছাড়া গুরুত্বপূর্ণ এই সময়ে মিডিয়ার মাধ্যমে জাতির কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কার্যকরী ভ‚মিকা রাখবেন।