আসামে ভূমিধসে ২০ জন নিহত
ভারতের আসামের দক্ষিণাঞ্চলে ভূমিধসে প্রায় ২০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
নিহতরা আসামের দক্ষিণাঞ্চলের বরাক উপত্যকার তিনটি ভিন্ন জেলার বাসিন্দা। তাদের মধ্যে সাতজন চাচার জেলার, সাতজন হায়লাকান্দি জেলার এবং ছয়জন করিমগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া, আরও কয়েকজন আহত হয়েছেন।
এ অঞ্চলে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে।